যোগেন্দ্রনাথ গুপ্তের রচিত গ্রন্থের মধ্যে অনন্য অনবদ্য অন্যতম গ্রন্থ “বিক্রমপুরের ইতিহাস” ৩০আশ্বিন ১৩১৬বঙ্গাব্দ (১৯০৯সালে) প্রকাশিত হয় । তার এই “বিক্রমপুরের ইতিহাস” গ্রন্থতেই সর্বপ্রথম প্রাচীন বঙ্গের রাজধানী বিক্রমপুরের পূনাঙ্গ ইতিহাস উঠে আসে । শতবর্ষ পেরিয়ে গেলেও আজও বিক্রমপুরের ইতিহাস সম্বলিত গ্রন্থটি এ ক প্রমান্য দলিল হিসাবে বিবেচিত হয় । বিক্রমপুর তথা ভারতীয় উপমহাদেশের ইতিহাস অনুসন্ধানীদের কাছে এই গ্রন্থটি ইতিহাসের এক আকড় গ্রন্থ । প্রাচীন বঙ্গের রাজধানী বিক্রমপুর ছিল বিধায় উপমহাদেশের ইতিহাসে “বিক্রমপুরের ইতিহাস” গ্রন্থটি বিশেষ ভাবে তাৎপর্য বহন করে । এছাড়াও তার ২খন্ডে প্রকাশিত “বিক্রমপুরের বিবরণ” গ্রন্থটিও বিশেষ গুরুত্ব রাখে । তার পূর্বে বিক্রমপুরে এতো সু-স্পষ্ট বিবরণ কেউ তুলে ধরতে পারেনি । বহু প্রতিভার অধিকারী বিক্রমপুরের ইতিহাসের সার্থক রচিয়তা যোগেন্দ্রনাথ গুপ্ত ১৮৮২সালে অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ জেলার) টঙ্গীবাড়ীর মূলচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মহেন্দ্র চঁন্দ্র গুপ্ত, মাতা মোক্ষদাসুন্দরী দেবী । ছাত্রবৃত্তি পাস করে দারিদ্র্যেতার কারনে প্রথমে তিনি স্কুলে শিক্ষকতা করেন এবং পরে ময়মনসিংহের জমিদারির চাকরিতে যোগ দেন। এর পাশাপাশি তিনি মাসিক পথিক (১৯০৪), ত্রৈমাসিক বিক্রমপুর (১৯০৬ – ১৯১৮) ও কৈশোরক (১৯১৩ – ১৯১৮) এবং মাসিক কিশোর ভারতী পত্রিকা সম্পাদনার কাজের সাথে যুক্ত ছিলেন । ইতিহাস, গল্প, উপন্যাস, নাটক ও কোষগ্রন্থ , জীবনী গন্থ মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিপুল।
এর মধ্যে উল্লেখযোগ্য, পৃথিবীর ইতিহাস (২১ খন্ডে, ১৯১৮-২৫), বাঙ্গালার ইতিহাস, ভারতের ইতিহাস, আসামের ইতিহাস, মুঘল ভারত, ব্রিটিশ ভারত, প্রভৃতি অতি উলেখ্যযোগ্য ইতিহাস গ্রন্থ। জীবনীকার হিসেবে যোগেন্দ্রনাথ বসু দেশি-বিদেশি অনেক জ্ঞানী-গুণীর জীবনী রচনা করেছেন। তাঁর রচিত জীবনী-গ্রন্থের মধ্যে রয়েছে কেদার রায় (১৯১৪), বিদ্যাসাগর, গান্ধীজী জীবনযজ্ঞ, সাধক কবি রামপ্রসাদ (১৯৫৪), কান্তকবি রজনীকান্ত, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ, তারাবাঈ (১৯৪৯), ঝাঁসীর রাণী, রাণী দুর্গাবতী, রণজিৎ সিংহ, গুরু গোবিন্দ সিংহ, ম্যাজিনি, আব্রাহাম লিঙ্কন, গ্যারিবল্ডী প্রভৃতি। তাঁর মৌলিক রচনার মধ্যে রয়েছে পরশমণি (১৯২৭), মাধবী (উপন্যাস ১৯৩০), পরশমণি (উপন্যাস), পলরাণী (উপন্যাস), প্রিয়তমা, সুভক্ষণ, গৃহলক্ষ্মী, শান্তিলতা, রূপের আগুন, পল্লী-লক্ষী, প্রেমের অভিষেক, আনারকলি (১৯০৯), তসবীর (১৯১২), জীবন-সঙ্গিনী, ঋণের দায়, বঙ্গ সমাজ, ঊর্ম্মিলা, লক্ষ্যপথে, শুভ-বিবাহ, প্রভৃতি। এছারাও রয়েছে অজানা দেশে (১৯৩৫), যাদুপুরী (১৯৫৯), অভিযান ও ভ্রমণ বিষয়ক গ্রন্থ হিমালয় অভিযান (১৯৪১) প্রভৃতি। তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসের কবিতা- সংকলন গোবিন্দ চয়নিকা (১৯৪৮)। অধ্যাপক বিমানবিহারী মজুমদারের সহ-সম্পাদনায় রয়েছে আমেরিকা (পৃথিবীর ইতিহাস চিত্র ও গল্পে ১৯৪১)। যোগেন্দ্রনাথ গুপ্তের শিশু ও কিশোর সাহিত্যেও প্রচুর অবদান রয়েছে। তাঁর দশ খন্ডে সম্পাদিত শিশুভারতী কোষগ্রন্থটি যোগেন্দ্রানাথ গুপ্তের একটি বিশেষ কীর্তি। তাঁর “বাঙ্গালার ডাকাত” (২ খন্ড, ১৯৫৮ – ১৯৫৯) বইটিও তাঁর এক উলেখ্যযোগ্য কীর্তি। পরবর্তীতে যোগেন্দ্রনাথ গুপ্তের পূত্র সুধাংশু গুপ্ত পিতার সংগৃহীত অপ্রকাশিত গল্প থেকে বাঙলার ডাকাত ৩য় ও ৪র্থ খন্ড প্রকাশ করেন। ভারতবর্ষের অবহেলিত নারী জাতির প্রতি তাঁর দরদ, শ্রদ্ধা ও নিষ্ঠা আমরা দেখতে পাই প্রাচীন যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত নারী-প্রগতির কথা সম্বলিত তাঁর ভারত মহিলা গ্রন্থে (১৯৩১) এবং তাঁর বঙ্গের মহিলা কবি (১৯৩০) গ্রন্থের মধ্য দিয়ে। যোগেন্দ্রনাথ গুপ্ত বঙ্গের মহিলা কবি গ্রন্থটি তার মাতা মোক্ষদা সুন্দরী দেবীকে উৎসর্গ করেছিলেন। শেষোক্ত গ্রন্থটি আজও বাংলা কবিতায় মহিলা কবিদের অবদানের একটি প্রামাণ্য গ্রন্থ। যোগেন্দ্রনাথ গুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে “গিরিশ লেকচারার” হিসেবে নিযুক্ত হন এবং ভুবনমোহিনী পদক লাভ করেন।
জানা যায় , তিনি ১৯৪৭সালে বিক্রমপুর থেকে সপরিবারে কলকাতায় চলে যান। কলকাতার কালিঘাটা এলাকার মহা নির্বান রোডের পি-৬৫১এ বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন । বিক্রমপুরের ইতিহাস রচনার এই প্রবাদ পুরুষ ১৯৬৪সালে পরলোক গমন করেন । দুঃখজনক হলেও সত্য ইতিহাসের এই কালজয়ী ব্যাক্তিটি ইতিহাস অনুসন্ধানীদের কাছে বিশেষ ভাবে সমাদৃত হলেও তার জন্ম ভিটা বর্তমান বিক্রমপুর-মুন্সিগঞ্জের মানুষের কাছেই তিনি অস্তিত্বহীন কৃতিমান এই ব্যক্তিকে ঘিরে নেই কোন স্বৃতিচিহ্ন কিংবা নতুন প্রজন্মের কাছে তার জীবনী ও কর্ম তুলে ধরার সরকারী-বেসরকারী উদ্যেগ ।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply