মেঘনা ও ধলেশ্বরী নদীতে ৬’শ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জের মেঘনা ও ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৬’শ কেজি জাটকা উদ্ধার করেছে কোষ্টগার্ড। সোমবার ভোর ৫টার দিকে দুইটি নদীতে অভিযান চালিয়ে এ জাটকা উদ্ধার করা হয়। কোষ্টগার্ড পেটি অফিসার ইব্রাহিম খলিল জানান, সোমবার ভোরে যাত্রীবাহি ঢাকা গামী এমভি রিয়াদ ২ নামের লঞ্চ থেকে চাঁরটি ঝুরিতে থাকা জাটকা আটক করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

পরে বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফারুক মহেদুর জামান উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মাঝে জাটকা গুলি বিলিয়ে দেওয়া হয়।

বিডিলাইভ

Leave a Reply