আরিফ হোসেন: শ্রীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা বিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাও গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের আরশেদ আলীর ভোগ দখলকৃত জমিতে একই এলাকার আবুবকর সম্প্রতি দখলের পায়তারা শুরু করে। সোমবার সকালে আরশাদ আলী তার লোকজন নিয়ে জমিতে ধান রোপন করতে গেলে আবু বকরের লোকজন তাদেরকে বাধা প্রদান করে। কথা কাটাকাটির একপর্যায়ে আবুবকরের লোকজন টেটা,বল্লম ও রামদা নিয়ে আরশাদ আলীর লোকজনের উপর আক্রমন করে। এসময় আরশাদ আলী (৫০) ও তার ভাই হাসেম (৪৪) টেটা বিদ্ধ হয়। তাদেরকে রক্ষা করতে আসলে সন্ত্রাসীরা ঝুনু (৪৫), সেলিনা (৩৫) ও তাহমিনা (৪০) এর মাথা ফাটিয়ে দেয়। মারাতœক আহত অবস্থায় আরশাদ আলী ও হাসেমকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আরশাদ আলীর লোকজন একত্রিত হয়ে আবুবকর গ্রুপের উপর হামলা চালায়। এতে আবুবকর (৪০), ইয়ামিন (৩৫), ইদ্রিস (৩৮) ও দিদার (২৬) আহত হয়। তাদের মধ্যে আবুবকর ও ইয়ামিনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
Leave a Reply