আরিফ হোসেন: ঢাকা-মাওয়া মহাসড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের সাথে রাস্তার কাজে নিয়োজিত একটি ভেকুর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও স্থানীয় জনতার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ছাত্রসহ অন্তত ৮ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার ভূইছিত্র কবরস্থান সংলগ্ন এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচল কারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আড়িয়ল-৩ বাসটির সাথে ঢাকা থেকে লৌহজং যাওয়ার পথে ভুইছিদ্র এলাকায় সড়ক প্রশস্ত করার কাজে নিয়োজিত একটি ভেকুর সংঘর্ষ হয়। এতে বাসটির মাঝ বরাবর গর্ত হয়ে যায় এবং কয়েকজন ছাত্র আঘাত প্রাপ্ত হয়। এঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করলে ভেকুর ড্রাইভার ও শ্রমিকদের সাথে সংঘর্ষ বেধে যায়। পরে শ্রমিকদের সাথে স্থানীয় এলাকাবাসী যোগ দেয়। এতে দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ দুইগ্রুপের অন্তত ৮ জন আহত হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জনানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
Leave a Reply