গজারিয়া উপজেলার বালুয়াকান্দির তৈততলা গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ ও বিরোধের জের ধরে শুক্রবার স্থানীয় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের চার জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৈততলা গ্রামের শাহীনুর মিয়া এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এর প্রতিবাদ করায় এর জের ধরে একই মহল্লার উকিল উদ্দিন প্রধানের স্ত্রী হাসনেয়ারা বেগম(৫০) পুত্র হানিফা(৩৬) ও পলি আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করেছে শাহীনুর মিয়া ও তার সহযোগীরা। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আন্না আক্তার। বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা ২১/৮০ গজারিয়া থানা।
গজারিয়া আলোড়ন
Leave a Reply