রাজধানীর মতিঝিল থানায় দুদকের দায়ের করা মামলায় মুন্সিগঞ্জের সাবেক এমপি আব্দুল হাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলায় হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের জামিনে ছিলেন সাবেক এমপি আব্দুল। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (মঙ্গলবার) ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের সাবেক এমপি আব্দুল হাই সরকারের কাছ থেকে একটি প্লট নেন। পরে তিনি ওই প্লট বিক্রি করে হলফনামায় তথ্য গোপন করে আবারও একটি প্লট নেন। ওই ঘটনায় জালিয়াতির অভিযোগে ২০১৬ সালের নভেম্বরে দুদক তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করে।
জাগো নিউজ
Leave a Reply