গজারিয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গজারিয়া উপজেলার বাউশিয়া ও বালৃুয়াকান্দি ইউনিয়নের একাধিক স্থানে বুধবার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বারোটি গ্রামের প্রায় পঁচিশ কিলোমিটার এালকা জুড়ে সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয় এতে আনুমানিক দশ হাজার চুলা বন্ধ হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নুসরাত জাহান নিশু, তিতাসের সোনারগাঁ জোনাল কার্যলয় ও পুলিশের সহযোগিতায় আদালত পরিচালনা করেন। তিতাস গ্যাসের জোনাল ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার জানান, গজারিয়া উপজেলার বাউশিয়া ও বালুয়াকান্দি ইউনিয়নের বারোটি গ্রামের গ্যাসের অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়।

এ সময আদালত মেঘনা ভিলেজ ক্যাফেসহ দুটি খাদ্য বিতরণ প্রতিষ্ঠানকে তেরো হাজার টাকা অর্থদন্ড করেন।

তিতাস গ্যাসের কর্মকর্তা মশিউর রহমান জানান, গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে গ্যাস লাইন রয়েছে । স্বল্প সংখ্যক অসাধু ব্যক্তি(দালাল) বাসাবাড়িসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এ অবৈধ সংযোগ দিয়েছে। তিনি আরো জানান চলতি মাসে তিনদিন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, এটা চলমান প্রক্রিয়া যত দিন পর্যন্ত অবৈধ লাইন থাকবে তত দিন এ অভিযান চলবে।

গজারিয়া আলোড়ন

Leave a Reply