রাজধানীর শাহবাগ থানার পরীবাগের সাকুরা বারের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, বারকর্মীরাই তাকে হত্যা করেছে। ঘটনার পর পরই শাহবাগ থানা পুলিশ বারটি বন্ধ করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বারের ম্যানেজার, স্টাফ এবং ওই সময় উপস্থিত থাকা ৪৬ জনকে।
জানা গেছে, গত রোববার রাতে সাকুরা বারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল নিহত যুবকের দেহ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার নাম মো. জনি (৩০)। তিনি শাহবাগে ফুলের ব্যবসা করতেন। বাবার নাম আব্দুল কুদ্দুস। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায়। মিম ও আয়েশা মনি নামে দুই মেয়ে এবং স্ত্রী মর্জিনাকে নিয়ে থাকতেন কল্যাণপুরে। রাজনৈতিক কিংবা বারের লোকদের সঙ্গে কোনো দ্বন্দ্বের কারণেই জনিকে হত্যা করা হয়েছে বলে পরিবারের ধারণা।
শাহবাগ থানা পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে খবর আসে সাকুরা বারের নিচে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন অবশ্য তার নাম পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরের দিকে ঢামেক মর্গে এসে নিহতের বড় ভাই নয়ন আহমেদ পরিচয় নিশ্চিত করেন।
নয়ন আহমেদ জানান, জনি ফুলের ব্যবসার পাশাপাশি রাজনীতি করতেন। ঢাকা মহানগর দক্ষিণের ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। একই পদের প্রার্থী ওখানকার মিজান। শাহবাগ থানা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক সোহেল সেই মিজানের পক্ষ হয়ে কাজ করছেন। তবে জনি ও মিজানের মধ্যে প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব না থাকলেও ভেতরে ভেতরে ঠিকই চলছিল। সেই দ্বন্দ্বের কারণেই একটি পক্ষ লোক দিয়ে জনিকে মারতে পারে। তবে তিনি তা পুরোপুরি নিশ্চিত নন।
নয়ন বলেন শুনেছি, জনিকে বারের ভেতরে সেখানকার স্টাফসহ বহিরাগত বেশ কয়েকজন হকিস্টিক, রড ও কাঠ দিয়ে ব্যাপক মারধর করে। একপর্যায়ে জনি বার থেকে দৌড়ে রাস্তায় এসে পড়ে। তবে জনির মৃত্যু নিশ্চিত ভেবে তারা চলে যায়।
এদিকে খবর পেয়ে সোমবার দুপুরে ঢামেক মর্গে ছুটে আসেন নিহতের স্ত্রী মর্জিনা। কাঁদতে কাঁদতে তিনি জানান, রোববার বিকাল ৪টার দিকে জনি বাসা থেকে বের হন। তার সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয় রাত পৌনে ১২টার দিকে। ওই সময় ফোনে তিনি শুনতে পান, জনি কার সঙ্গে যেন ঝগড়া করছেন। কাকে যেন তিনি বলছেন, আল্লাহ ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। কার এমন সাহস, আমাকে মারবে? তবে কার সঙ্গে ঝগড়া হচ্ছিল মর্জিনা তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ব্যবসায়িক কিংবা রাজনৈতিক কারণে আগে কোনো হুমকি ছিল কিনা, তাও জানতেন না স্ত্রী মর্জিনা।
শাহবাগ থানার ওসি আবুল হাসান এ বিষয়ে জানান, সাকুরা বার থেকে রক্তমাখা হকিস্টিক, রড ও কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৪৬ জনকে। এর মধ্যে কমপক্ষে ৩০ জনই সাকুরার কর্মকর্তা ও কর্মচারী। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জানান, যেহেতু হত্যাকাণ্ডটি বারের ভেতরে ঘটেছে তাই বারটি রোববার রাত থেকে বন্ধ রাখা হয়েছে। তাছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে বারের স্টাফরা জড়িত বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ এও জানিয়েছে, ২০১২ সালে খুন হওয়া ৫৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ও ফুল ব্যবসায়ী সেলিম শাহী হত্যা মামলার আসামি নিহত জনি।
পূর্ব পশ্চিম
Leave a Reply