জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নদীতে বাল্ক হেডের চাপায় মারা গেছে বালু শ্রমিক রেজাউল। রেজাউলের বাড়ি বরগুনায় বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউনুচ আলী জানান, শনিবার দুপুরে মেঘনা নদীর দশানী অংশে বালুবাহী একটি বাল্ক হেডের শ্রমিক- রেজাউল, পাড়ে নামতে নিলে, পাশ থেকে আর একটি বাল্ক হেড এসে চাপা দেয় রেজাউলকে। এসময় রেজাউলের পাঁজর ও ডান হাত ভেঙ্গে যায়। রেজাউলকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply