মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় একটি ট্রলার থেকে ৬ শতাধিক টেঁটা ও ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদীখান থানা পুলিশ শনিবার রাত ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর ট্রলার ঘাটে একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব টেঁটা ও ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন,’বালুচর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সামাদ আলী ও মনতাজ গ্রপের মধ্যে আমরা সংঘর্ষের আশঙ্কা করছিলাম। এরই মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১২টি ককটেল ও ৬ শতাধিক টেঁটা উদ্ধার করি।
তবে এসব টেঁটা ও ককটেল কোন গ্রুপের সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানান ওসি।
সমকাল
Leave a Reply