আরিফ হোসেন: শ্রীনগরে বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলি সহ ৬ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামী আবুল কালাম (৩৫) ওরফে হাতকাঁটা কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত দশটার দিকে উপজেলার মধ্য বাঘরা এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, বিশেষ অভিযানের অংশ হিসাবে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আবুল কালাম একটি ডাকাতি মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে ২ টি হত্যা মামলা সহ অন্তত ৬ টি মামলা রয়েছে। কয়েক বছর আগে বাঘড়া এলাকার আলোচিত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে দিনে দুপুরে হত্যা করার পর স্থানীয়রা আবুল কালামকে আটক করে তার হাত কেঁটে দেয়। এর পর থেকে সে হাত কাটাঁ কলাম নামে পরিচিতি পায়।
Leave a Reply