ঐক্যের বন্ধনে সাংবাদিক – জসীম উদ্দীন দেওয়ান

বিভেদগুলি সব ভুলে গিয়ে আজি,
ঐক্যের বন্ধনে হলো বুঝি রাজি।
একতার বাজিয়ে সুর,
সকল সাংবাদিক এক হলো দেখো,
কজনা থাকো কেন দুর?
যুগের জঞ্জাল দুর করিয়ে, ঐক্যের বন্ধনে মন গড়িয়ে, সবে বাঁধে জোট।
মুন্সীগঞ্জ জুড়ে আলো ছড়াবে,
আশায় আনন্দে সুখ জড়াবে, সড়িয়ে সকল চুট।
এমন দিনে বন্ধু হতে, সকল সাংবাদিক হাতে হাতে, মুষ্টিবদ্ধ হলে।
অমানিশা দুর করে তব, আলোর খেলা খেলে।
সবে মিলে এক হলেম আজ,
আঁধার বেলায় আলোরই তাজ
পরিয়ে নিলুম সবে।
প্রেসক্লাবের উন্নয়নে, জোট বেঁধেছি তবে।

Leave a Reply