সিরাজদিখানে জমির ধান কেটে নিল প্রভাবশালীরা

সিরাজদিখান উপজেলার মৃর্জাকান্দা গ্রামের সংখ্যালঘু এক পরিবারের জমির ধান কেটে নিয়েছে প্রভাবশালীরা। জানা গেছে, উপজেলার মৃর্জাকান্দা গ্রামের নবকুমার মল্লিক ১৮ শতাংশ জমিতে ইরি ধান চাষাবাদ করেন। দীর্ঘদিন থেকে তিনি জমি ভোগদখল ও আবাদ করে আসছেন। কিন্তু গত শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের প্রভাবশালী স্ত্রী হাসিনা বেগম, জাহিদুল পিন্টু, আনোয়ারা, সালমা, কুলসুম ভাড়াটে ৭-৮ জন লোকজন নিয়ে ওই জমির পাকা ইরি ধান কেটে নেয়। জমির মালিক নবকুমার মল্লিক জানান, ৮০নং বসনিয়া হাটি মৌজার আরএস খতিয়ান নং ২৪৪, আরএস দাগ নং ৫৯৮ এর ১৮ শতাংশ জমি পৈতৃক সূত্র প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছি।

যুগান্তর

Leave a Reply