হলদিয়া বিদ্যালয়ের নির্মাণাধীন গেট ভেঙে দিলো সন্ত্রাসীরা

জেলার লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নির্মাধীন একটি পকেট গেট গুড়িয়ে দিয়েছে কতিপয় সন্ত্রাসী। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের নির্মাণাধীন গেট ভেঙে দিলো সন্ত্রাসীরা বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়টিতে ইতিপূর্বে দুইবার চুরি হয়েছে। রাতের অধারে বিদ্যালয়ের প্রায় ২০টি কম্পিউটার চুরি করে নিয়ে যায় চোর। তাছাড়া এ পাশটি বিদ্যালয়ের নিরিবিলি হওয়ায় বখাটেরা ছাত্রীদের মাঝে মধ্যেই ইভটিজিং করে। এ জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ দক্ষিণ পাশের গেটটি বন্ধ করে সেখানে একটি পকেট গেট নির্মাণ করছিল। সোমবার সন্ধ্যায় স্থানীয় বখাটে শিবু শীলেন নের্তৃত্বে একদল সন্ত্রাসী গেটটি গুলিয়ে দিয়েছে বলে বিদ্যালয়ের দপ্তরী আব্দুল মজিদ তাকে অবহিত করেছেন। তবে কি কারণে তারা এ গেটটি গুড়িয়ে দিল তা তিনি জানাতে পারেননি।

এ ব্যাপারে বিদ্যালয় থেকে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ব পশ্চিম

Leave a Reply