মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ছাদ থেকে রুগীর মৃতদেহ উদ্ধার!

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডের এক নং ব্যাডে ভর্তি থাকা রুগী রফি বেপারী (৭৫) নিখোঁজের চারদিন পর হাসপাতালের ছাদ থেকে মৃত্য অবস্থায় উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, রফি বেপারী ছয় তারিখে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

ভর্তির চারদিন পর ১১ তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা। এই অবস্থায় রফি বেপারীর স্বজন সুজন শেখ ১৪ তারিখ বুধবার, সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরিচ্ছন্ন কর্মীরা ছাদ পরিস্কার করতে গেলে বৃহস্পতিবার সাড়ে বারোটার দিকে রফি বেপারীর মুত্যদেহ দেখতে পায় বলে জানান সিভিল সার্জন। তিনি আরো বলেন, মরদেহটি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কয়েকদিন আগের লাশ এটি। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply