টাকার ফাঁকায় অনেক পরিবারে, ঈদি সুখটা নাই।
টাকার সাথে ঈদ আনন্দের মিলটা খোঁজে পাই।
টাকা উড়ছে শিমুলিয়ার দেখো, স্পীডবোট ঘাটে।
যাত্রী সেবায় অধিক ভাড়া, নিচ্ছে কেমন ডাটে!
প্রশাসনের জীবন্ত ছবি, কেবল পুতুল নাচে।
এত্তো টাকা! হজম তবে, কারণ কিবা আছে?
পুলিশ হাজির, বিচারক হাজির, ন্যায় আদেশ নাই।
একশ বিশের ভাড়ার বদলে, দুইশর মতো পাই।
বেশি টাকায় বেশি খুশি, খুশিতে ঈদ মিলে।
যাত্রী তোমায় টিপে মেরে, টাকা খাবো গিলে।
উড়ছে টাকা, হচ্ছে বোকা , লাখ লাখ ঈদের যাত্রী।
দিনের আলোয় আঁধার দেখি, ঘুম হারা যে রাত্রী।
টাকায় যদি ঈদটা মিলে , বেশি বেশি ঈদ তাদের।
লাখো জনতার রুজির টাকায়, পকেট ভরে যাদের।
Leave a Reply