মুন্সীগঞ্জ সদর উপজেলার রামশিং গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে ৭ জন গুরুতর আহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত আ: রহমান মুন্সীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায় রামশিং গ্রামে একই বাড়ির আব্দুল গফুর মুন্সী ও মামুন মিয়ার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই নিয়ে একটি মামলাও হয়েছে।
পূর্বের এই ঘটনাকে কেন্দ্র করে মুন্সী বাড়িতে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে তাদের উপর মামুন মিয়া, জিল্লু,রায়হান প্রমূখ হামলা চালান বলে অভিযোগ করেন গফুর মুন্সী। এই ঘটনায় গফুর মুন্সী, খলিল মুন্সী, রহমান মুন্সী, জরু মুন্সী ও রুমা বেগম আহত হন। প্রতিপক্ষের হৃদয়,মর্জিনা আহত হন। এদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর অবস্থায় রহমান মুন্সীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল হতে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জমি সংক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply