একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিনকে নিজ গ্রাম মিরকাদিম পৌরসভাস্থত ভুবনগড়ার সামাজিক গোরস্থানে দাফন করা হল। দাফনের পূর্বে ভুবনগরার মাঠে তাকে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে রাস্ট্রীয়ভাবে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
গার্ড অব অর্নার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার লোক জানাজায় অংশ নেন। বিশেষ করে মরহুম মোঃ শাহাবুদ্দিন এর নিকট আত্মীয় সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম ইদ্রিস আলী, মিরকাদিম পৌর
মেয়র মোঃশহিদুল ইসলাম শাহিন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের মোল্ল্যা, ডেপুটি কমান্ডার মোঃশহীদ, মিরকাদিম পৌর কমান্ডার খন্দকার দেলোয়ার হোসেন মিলনসহ সকল স্তরের লোকজন।
জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মিনাল কান্তি দাস, সাবেক সংসদ সদস্য এম ইদ্রিস আলি, মিরকাদিম পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহিন, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার
দেলোয়ার হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আক্তার ফারুক তোতা, বীর মুক্তিযোদ্ধা আবু বাকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব, বীর মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা কেফায়তুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা দিলিপ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলি, জেলা কৃষক লীগ সভাপতি ও শহীদ পরিবারের সদস্য মহসিন মাখন, রাস্ট্রীয় পদকপ্রাপ্ত গীতিকার হাসান ফকরি, সাবেক জেলা ছাত্র লীগ সভাপতি গোলাম মাওলা তপন, বদরুদ্দিন দেওয়ান, মাসুদ ফকরি খোকন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে কার্যকরী সদস্য সুরব আহাম্মেদ জনিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
কামাল আহাম্মেদ,
সম্পাদক,
চেতনায় একাত্তর।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply