শ্রীনগরে সবজি ক্ষেতের সাথে শত্রুতা!

আরিফ হোসেন: শ্রীনগরে এক কৃষকের সবজি ক্ষেতের সাথে শত্রুতা করে সকল সবজি গাছ কেটে ফেলা হয়েছে। গত শনিবার রাতের কোন এক সময়ে উপজেলার পূর্ব মুন্সীয়া গ্রামে এঘটনা ঘটে। সবজি বাগানের মালিক আনোয়ার হোসেন জানান, অনেক শখ করে ৫০ শতক জমিতে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুইশাক, ঝিঙ্গা সহ কয়েক প্রকারের শাক সবজি লগিয়ে ছিলাম। অনেক কষ্ট করে সার, সেচ ও নিরানী দিয়ে বাগানটি গড়ে তুলেছিলাম। গাছ গুলোতে মাত্র ফল ধরা শুরু করেছে। এমন সময় প্রতিটি গাছের গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, গাছে কুমড়া সহ গাছ গুলো ঢলে পড়েছে। কৃষক আনোয়ার হোসেন তা ফেল ফেল করে তাকিয়ে দেখছেন।


Leave a Reply