৩ আসনে বিএনপি’র চুড়ান্ত প্রার্থী আব্দুল হাই

মোহাম্মদ সেলিম ও নাজির হোসেন: মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থীর নাম এই মুহূর্তে শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো: আব্দুল হাই। তবে তার সমর্থকদের দাবি এই আসনে বিএনপি’র চুড়ান্ত প্রার্থী হচ্ছেন জননেতা মো: আব্দুল হাই।

তিনি ইতোমধ্যে এ আসন থেকে পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনীতির ঝুড়িতে তার পাল্লা সবচেয়ে ভারি।

নবম সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের পরিবর্তে তাকে ঢাকা মনোনয়ন দেয়া হয়। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনিও নির্বাচনে অংশ নেননি।
এছাড়া এরশাদ সরকারের সময় ১৯৮৬ সালেও বিএনপি নির্বাচনে অংশ নেননি। সেই সময়ও তিনি নির্বাচনে যাননি।

বিএনপি’র স্থানীয় রাজনীতিতে মো: আব্দুল হাই একজন প্রভাবশালী নেতা। মো: আব্দুল হাইয়ের বিএনপি’র রাজনীতির র্চ্চার কারণে এই আসনটি বিএনপি’র দুর্গ হিসেবে সবার কাছে পরিচিত।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মো: আব্দুল হাই ইতোমধ্যে নিয়মিত নির্বাচনী গনসংযোগ করছেন।

গজারিয়ার নদী পথে তিনি ট্রলার দিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন। তার সাথে সেই সময়ে একঝাঁক তরুণদের দেখা যাচ্ছে। ফেসবুকে এই রকম ছবি প্রতিদিন ভেসে উঠছে। গনসংযোগের সময় পায়ে হাটার সময় তার সাথে গ্রামের বয়োজষ্ঠ্যে ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে।

প্রতিদিনই তিনি রুটিন মাফিক গ্রামের সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply