রাক্ষুসে পদ্মা : জসীম উদ্দীন দেওয়ান

শ্বশুড় বাড়ি পাঁচগাঁও ছিলো, পদ্মায় নিয়েছে কেড়ে।
কামারখাড়া বাবার বাড়ি, সেথাও এলো তেড়ে।
পদ্মার পাড়ে বসে কেঁদে, সীমার ভাঙ্গে স্বর।
রাক্ষুসীরে সবই খাইলি, দয়া হয়না তোর?
তিনটি সন্তান, দরিদ্র স্বামী, কোথা নিবো ঠাঁই?
গরীবের জ্বালা কে বুঝিবে, কারবা দয়া পাই?
সীমার মতো বড়াইলের আছিয়া, পারভিন, বিলকিস, কতো।

পদ্মায় ভেঙ্গে সব খেয়ে আজ, হৃদয়ে জমেছে ক্ষত।
বছর বছর ভাঙ্গনের খেলায়, মঞ্জুর শেখের ঘর বাড়ি নাই।
হাসাইল হতে দিঘীর পাড়ের, সব হারা হাজারো পাই।
এমন করে ভাঙ্গনের খেলা, টংগিবাড়ি হতে লৌহজং জুড়ে।
স্কুল, মসজিদ, হাট- বাজারও পদ্মায় নিয়েছে কেড়ে।

গাঁওদিয়া, কুমারভোগ, কলমা জুড়ে, বিস্তীর্ন বাড়ি ঘর।
সপ্তাহে শত ছোবল মেরে গ্রামবাসীদের করে পর।।
হায়রে নিঠুর, হায়রে পাষান, হায়রে প্রমত্তা নদী!
কারো চোখে জল পেতামনা, শান্ত হতে যদি।
মানচিত্রে আজ থাবা হেনেছে, মুন্সীগঞ্জ ফুঁপিয়ে কাঁদে।
প্রিয় জেলা ঠিক রইবে, পদ্মা পাড়ের বাঁধে।

পদ্মায় ফেলে ফাঁদ, কবে হবে বাঁধ, সীমাদের থামবে কাঁদন?
ঘর হারাদের প্রজন্ম বাঁচবে, এই সুখে হাসবে বদন!



Leave a Reply