আরিফ হোসেন: জেলা বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যাওয়ার সময় ঢাকা-মাওয়া মহাসড়কে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০ টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষ্যে শনিবার সকালে সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথী হিসাবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক মমিন আলী- দেলোয়ার হোসেন ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক শহিদ-কানন গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার সকালে সিরাজদিখান যাওয়ার পথে ছনবাড়ি এলাকায় দুই গ্রুপ মুখমুখি অবস্থান নিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় ইটের আঘাতে শামীম নামে এক পথচারীর মাথা ফেঁটে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, বিএনপির দলীয় প্রোগ্রামকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Leave a Reply