ইয়াবা, ফেনসিডিল, বিয়ার ও নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের লৌহজং থেকে পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, বিয়ার ও নগদ টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার রাত ১১টার দিকে লৌহজং উপজেলার মেদেনীমন্ডলস্থ মাওয়ার পুরাতন ফেরিঘাট এলাকা থেকে মাদকদ্রব্য ও টাকাসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতরা হলো-লৌহজংয়ের কান্দিপাড়া গ্রামের কাশেম খানের ছেলে ফিরোজ খান (৩৫), মৃত মহিউদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন (৩১), মৃত হবি বেপারীর ছেলে মো. টুটুল (৩৭) ও মাহমুদপট্রির হুমায়ুন কবীরের ছেলে আনিছুর রহমান মুন্না (২৫)।

র‌্যাব-১১’র মুন্সীগঞ্জের ভাগ্যকূল ক্যাম্পের ক্যাম্প কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লৌহজং উপজেলার মাওয়ার পুরাতন ফেরিঘাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসয়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩৬ ক্যান বিদেশী বিয়ার, ৪০২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৪৩৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৩ হাজার ৮০ টাকা। এ বিষয়ে জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রামপাল নিউজ

Leave a Reply