পীরের বেশে – জসীম উদ্দীন দেওয়ান

বীরের দেশে, পীরের বেশে, কতো গাঁয়ে এসে বসে,
শহর-নগর জুড়ে।
স্বর্গ পাবে, মুরিদ সবে, থাকবে কেন তাই দুরে?
দয়াল বাবা, পাকা বাবা, মাটি বাবা মিলে।
অবুঝ তারা , স্ববুঝ হারা, মগজ ধুলাই পেলে।
ধন্যের গান, ধর্মের বান, ইসলাম করে ম্লান।
আসল বাপ -মা ছুঁরে দুরে, স্বর্গীয়পীর বাপজান।
দয়াল বাবার পা জড়িয়ে, পানি পিলায় গা জড়িয়ে,
পেয়ালায় যা আসে।

অমৃত লাভ, বড্ড বেশি ভাব, সুখে প্রাণ ভাসে!
অর্থ কড়ি, খুতি ভরি, পীর বাবার তরে গড়াগড়ি।
যতো পারি দিয়ে।
ধন্যে বেশি, সুখের হাসি, চরণ ধুলি নিয়ে।
দিন কাঁটাই বেশ, পীবের বেশে,
অর্থ সম্পদ এম্নিই আসে!
পুজিহীনা রুজি। এমন সহজ ব্যবসা কি পাই,
আর একটাও খুঁজি?

Leave a Reply