মানব কষ্টে আকাশ কাঁদে – জসীম উদ্দীন দেওয়ান।

আকাশের বুক ভেঙ্গে যায়, কষ্ট মিলায়, চোখের জলে।
বাঙ্গালীর দু:খ কষ্টে, কাঁদে আকাশ, তীলে তীলে।
পদ্মার তীরে আহাজারী, আকাশ বাতাস ভীষণ ভারী।
মেঘনার পাড়ে, একই স্বরে, শত শত গৃহছাড়ি।
লাখো মনের কষ্টের চাপে, আকাশ ফাঁপে।
জন্মস্থান যায় ছেড়ে হায়! ভাঙ্গন তাপে।

সপ্তাহ জুড়ে অঝড় ধারায়, আকাশ কাঁদে পাড়ায় পাড়ায়।
তব হেন মানুষের তরে, মানুষ দাঁড়ায়।
পদ্মার ঘ্রাসে ভাঙ্গে বাড়ি, ভাঙ্গে জমি, স্কুল, কলেজ, শত শত।
মেঘনার রাহুপনায়, লাখো লাখো হৃদয় ক্ষত।
সব হারাদের অশ্রু শুকায়, স্মৃতি ফেলে।
ব্যাথার ভাগটা, জড়ায় আকাশ, চোখের জলে।
মানুষদের এতো কষ্টে, স্পষ্টই আকাশ কাঁদে।
পথবাসীদের ঠাঁই মিলবে ফের, তীরের বাঁধে।

Leave a Reply