সিরাজদিখানে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৫

আব্দুল্লাহ আল মাসুদ: সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুহস্পতিবার দুপুরে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লতব্দী ইউনিয়নের দোষরপাড়া গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের দু’ছেলে সাত্তার হোসেন (৫৫) তোফাজ্জল হোসেন (৫০) এর মধ্যে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গতকাল বিরোধপূর্ণ জায়গায়র সীমানা নির্ধারণ নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথাকাটির এক পর্যায় সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় দু’পক্ষের ৫ জন আহত হয়।

আহত ৫ জন সাত্তার হোসেন(৫৫) আলমগীর হোসেন (২৫) তোফাজ্জল হোসেন (৫০) সাইফুল ইসলাম (২৪) শাকিল হোসেন(২২)কে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এখন কোন অভিযোগ কিংবা মামলা হয়নি অভিযোগ হলে ব্যবস্থা নিব।

বিডিমর্নিং

Leave a Reply