মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর নাছির উদ্দিন উজ্জলের ওপর হামলা, হত্যার চেষ্ঠার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব।
সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। সোমবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বর সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার সময় শহরের মানিকপুর এলাকায় সাংবাদিক উজ্জ্বলের ভাড়াটিয়া বাসভবনে হামলা চালায় ১৫-১৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী। সে সময় সন্ত্রাসীরা সাংবাদিক উজ্জলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এ সময় তার স্ত্রী বিটিভির জেলা প্রতিনিধি ফারজানা মির্জা বন্যাও আহত হয়। গুরুতর আহত সাংবাদিক উজ্জলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুরের সঞ্চালায় বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমানউল্লাহ, জেলা শ্রমিক লীগের সভাপতি এ টি এম দেলোয়ার হোসেন, ক্যাবের সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু, অ্যাডভোকেট আবু সাঈদ সোহান, কাজী সাব্বির আহাম্মেদ দীপু, জসিম উদ্দিন দেওয়ান, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর মাঝি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, সাংবাদিক উজ্জ্বলের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্ঠার ঘটনায় সোমবার মুন্সীগঞ্জ সদর থানায় ৯জনকে এজাহারভুক্ত ও আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। মামলার প্রধান আসামি রোকসানা বেগমকে আটক করেছে পুলিশ।
পূর্ব পশ্চিম
Leave a Reply