মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মীর নাসির উদ্দিন উজ্জলের ওপর হামলা, হত্যার চেষ্ঠার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নাট্যকর্মীরা।
শনিবার বেলা ১১টার দিকে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তন সড়কে মুন্সীগঞ্জ নাট্য ঐক্য মঞ্চের ব্যানারে নাট্যকর্মীরা এই মানববন্ধন করেন।
এ সময় মুন্সীগঞ্জ নাট্য ঐক্য মঞ্চের সভাপতি মো. নাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদউদ্দিন চৌধুরী, মুন্সীগঞ্জ নাট্য ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, জেলা উদীচী শিল্পগোষ্ঠির সাধারণ সম্পাদক হামিদা খাতুনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে গত ৩০ জুলাই রাত সাড়ে ৯টার সময় শহরের মানিকপুর এলাকায় সাংবাদিক উজ্জ্বলের ভাড়াটিয়া বাসভবনে বাড়ির মালিক কাতার প্রবাসী বাসার সরকারের প্রথম স্ত্রী রোকসানার নেতৃত্বে হামলা চালায় ১৫-১৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী। সে সময় সন্ত্রাসীরা সাংবাদিক উজ্জলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে।
এ সময় তার স্ত্রী বিটিভির জেলা প্রতিনিধি ফারজানা মির্জা বন্যাও আহত হয়। গুরুতর আহত সাংবাদিক উজ্জলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ রোকসানাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
পূর্ব পশ্চিম
Leave a Reply