টঙ্গীবাড়ী উপজেলাবাসীকে আমার সেলুট। হাতে গুনা দু-চারজন খারাপ লোক ছাড়া টঙ্গীবাড়ী উপজেলার মানুষ খুব ভাল। এই উপজেলার মানুষ আমাকে নিজ পরিবারের মতো আপন করে নিয়েছিলো।
আমি ২ বছর ৩ মাস এই উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আমার কাছে মনে হয়েছে আমি আমার বাড়ির পরিবারের সাথে আমার ভাই, চাচাদের সাথে আছি। তিনি ঢাকার পাশ্ববর্তী অন্যান্য জেলার উদাহারন টেনে বলেন নরসিংদিসহ রাজধাণী সংগ্লগ্ন বেশ কয়েক স্থানে আমি চাকুরী করেছি। রাজধাণী সংগ্লগ্ন অন্যান জেলা উপজেলাগুলোতে আইনশৃঙলা পরিস্থিতি অনেক স্থানেই অনেক খারাপ।
কিন্তু ঢাকার পাশের উপজেলা টঙ্গীবাড়ীতে আইনশৃঙলা পরিস্থিতি অনেক ভাল। এখানে নাশকতামূলক কোন কার্যকলাপ নেই বললেই চলে। যদিও কিছুটা মাদকের সমস্যা রয়েছে আমি এই মাদক নির্র্মূলের জন্য আপনাদের সাথে নিয়ে উপজেলার বালিগাওঁ ও আলদিতে লাঠি মিছিল করেছি। মাদক ব্যাবাসায়ীদের ধরে আদালতে প্রেরণ করেছি। কিন্তু পুরোপুরি মাদকমুক্ত করতে পারিনাই।
এ জন্য সামাজিক সচেতনেতা প্রয়োজন। শুক্রবার দুপুরে টঙ্গীবাড়ী থানা বিদায়ী ওসি আলমগীর হোসাইন তার বিদায়ী বক্তব্যে এ সমস্ত কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারং-টংগীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসন লিটন মাঝি, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, আওয়ামীলীগ সহ-সভাপতি বাচ্চু মাঝি, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোফাজ্জল হোসেন কমান্ডার, টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ব. ম শামীম, নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী সভাপতি জামাল হোসেন মন্ডল, বিশিষ্ট ক্রীড়াবিদ মান্নান মাঝি, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, আউটশাহী ইউপি চেয়ারম্যান লিটন ঢালী, বেতকা ইউপি চেয়ারম্যান বাচ্চু শিকদার, কে. শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন বেপারী প্রমুখ ।
বিক্রমপুর চিত্র
Leave a Reply