সিরাজদিখানে জাল চেকে আড়াই লাখ টাকা নিয়ে উধাও

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাল চেকের মাধ্যমে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে উধাও হয়েছে একটি প্রতারকচক্র। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে সোনালী ব্যাংকের সিরাজদিখান উপজেলার কেয়াইন শাখায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে প্রতারকচক্র ব্যাংক থেকে একটি জাল চেকে ব্যাংক কর্তৃপক্ষের ভুয়া স্বাক্ষর এবং স্ক্রল নম্বরসহ ক্যাশিয়ারের কাছ থেকে আড়াই লাখ টাকা তুলে নিয়ে চম্পট দেয়। এরপর একই স্ক্রলে আরেকটি চেক জমা হলে ক্যাশিয়ারের সন্দেহ হয়। তখন ক্যাশিয়ার বদিউজ্জামান ব্যাংক ব্যবস্থাপক ফরিদ উদ্দিনের সঙ্গে আলাপ করেন। তাঁরা যাচাই করে দেখেন যে আগের চেকটি জাল ও ভুয়া স্বাক্ষরিত ছিল। তখন ব্যাংকের লোকজন দ্রুত রাস্তায় নেমে আসেন এবং সন্দেহবশত বিকাশের এক কর্মী সবুজ মণ্ডলকে আটক করে মারধর করেন। এ সময় পুলিশ তাঁকে উদ্ধার করে এবং ব্যাংকের ব্যবস্থাপক, ক্যাশিয়ার ও তিন-চারজন বিকাশকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, কুদ্দুস নামে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এ টাকা উত্তোলন করা হয়, যার কোনো অ্যাকাউন্টই নেই ব্যাংকে।

সিরাজদিখান থানার এসআই হানিফ সরকার বলেন, ‘গত ঈদের আগ থেকে এসপি অফিসের নির্দেশে এ উপজেলার সব ব্যাংককে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য চিঠি দিয়েছি। এ পর্যন্ত এই ব্যাংকটিতে তিনবার নোটিশ পাঠানো হয়েছে।

এর পরও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। সিসিটিভি ক্যামেরা থাকলে সহজে এই সমস্যার সমাধান হতো। ’
সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, সন্দেহভাজন বিকাশকর্মী নির্দোষ প্রমাণিত হয়েছেন। তবে ক্যাশিয়ার টাকাটা দেওয়ার আগে ম্যানেজারের সঙ্গে কথা বলে নিতে পারতেন।

ব্যাংক ব্যবস্থাপক ফরিদ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমাদের নিজেদের মধ্যে সমাধান হয়ে গেছে। ’ কী ধরনের সমাধান হয়েছে—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনাকে পরে জানাব। ’ পুলিশের পক্ষ থেকে কয়েক দফা চিঠি দেওয়া সত্ত্বেও সিসিটিভি ক্যামেরা না লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। খুব শিগগির সিসিটিভি ক্যামেরা পাওয়া যাবে। ’

কালের কন্ঠ

Leave a Reply