দিঘিরপাড় বাজারের কাঠ ব্যবসায়ী আলমগীর সৈয়াল ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার টঙ্গীবাড়ী উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিহিংসাবসত তার নিকটতম ব্যবসায়ী মান্নান দেওয়ান তাকে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন। আলমগীর সৈয়াল জানান, উপজেলার দিঘিরপাড় বাজারে আমার ও মান্নান দেওয়ানের পাশাপাশি কাঠের দোকান রয়েছে। আমার দোকানে কাঠ বিক্রি তার দোকান থেকে বেশি হওয়ায় আমি যেন ওই বাজারে ব্যবসা করতে না পারি আমাকে দোকান থেকে উচ্ছেদ করার জন্য গত ৫ বছর ধরে পাঁয়তারা করে আসছে।
যুগান্তর
Leave a Reply