সিরাজদীখানে তাহমিনার বিষপানে আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তাহমিনা বেগম (৫৫) নামে এক নারী বিষ পানে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভোর রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের কংসসপুরা গ্রামে ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত তাহমিনা বেগম বিভিন্ন লোকের কাছ থেকে সুদে টাকা নিয়ে ছেলে পিয়ার আলীকে বিদেশ পাঠায়। কিন্তু ঋনের বোঝা সইতে না পারায় শনিবার ভোর রাতে বিষপানে আত্মহত্যা করে। মমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডা: মৃত ঘোষনা করে।

সিরাজদীখান থানার ওসি আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্র্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইমতিয়াজ বাবুলের ফেবু থেকে

Leave a Reply