মোঃ রিয়াদ আহমেদ : মুন্সীগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ এম ইদ্রিস আলী গত সোমবার দুপুর ১২টায় শিলই ইউনিয়নে ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেন ।
সংক্ষিপ্ত বক্তব্য কালে সাবেক এমপি এম ইদ্রিস আলী বলেন, আমি বিগত ২০০৮ সালে সাংসদ থাকা কালিন সময়ে শিলই ইউনিয়ন সহ মুন্সীগঞ্জ-৩ আসনে ব্যাপক উন্নয়ন করেছি। শিলই ইউনিয়নে রাস্তাঘাট ব্রীজ কালভাট তৈরীসহ মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতা করেছি যা এখনো দৃশ্যমান । আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আবারও বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা নিয়ে পুনরায় নির্বাচিত হতে পারি।আমার প্রথম উন্নয়নের কাজ শুরু হবে এই শিলই ইউনিয়ন থেকেই ইনশাআল্লাহ্।সে সময় সর্বসাধারণের সাথে কুশল বিনিময় ও নৌকার প্রচারণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিলই ইউনিয়ন আওয়ামীলীগ-এর সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হাসেম লিটন । মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ -এর সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিলই ইউপি চেয়ারম্যান মোঃ সাইয়েদ বেপরী। ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ-এর সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply