মানিকপুরে বিজিবি’র স্ত্রীর গলা থেকে ঘুমন্ত অবস্থায় স্বর্ণের চেইন চুরি

সদরের মানিকপুর এলাকায় ঈদের ছুটিতে আসা বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যর স্ত্রীর গলা থেকে ঘুমন্ত অবস্থায় চেইন নিয়ে গেছে চোর। মঙ্গলবার ভোর ৬টা ২৫ মিনিটের দিকে বিজিবি সদস্য মো. সাইদুল হকের (২৬) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালের দিকে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

হাজী মোহাম্মদ মোতালেবের ৫ তলা বাসার নিচ তলায় বাসা থেকে ২৫ হাজার টাকার স্বর্ণের চেইন নিয়ে যায়। সাইদুল হক অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ইউনুস ঢালীর ছেলে। সে ১ জানুয়ারি ২০১৭ থেকে এই বাসাতে বসবাস করে আসছে।

সাইদুল হক জানান, অজ্ঞাতপরিচয়ের চোর জানালা দিয়ে নিদ্রারত আমার স্ত্রীর গলা হতে হাত বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে যায়। ১৫ দিন আগেও একই কায়দায় চুরি করতে গিয়ে আমার স্ত্রীর চিৎকার শুনে পালিয়ে যায়। আমি দূরে চাকরিরত থাকায় পিতা ও স্ত্রীকে নিয়ে চিন্তায় আছি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি চুরির ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান।

সোনালীনিউজ

Leave a Reply