শিমুলিয়ায় পারের অপেক্ষায় ৩শ’ গাড়ি, ১৯ ফেরির ১১টিই বন্ধ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১০ দিনেও কাটেনি নাব্যতা সংকট। লৌহজং চ্যানেলে ৯টি ড্রেজার দিয়ে চলছে পলি অপসারণ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ৮ ফেরি চলাচল করছে এবং পারের অপেক্ষায় রয়েছে ৩শ’ গাড়ি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, সকাল থেকে ঘাট এলাকায় ৩শ’ গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে ১৯ ফেরির মধ্যে ৮টি ফেরি চলাচল করছে। ড্রেজিং কাজ শেষ না হওয়া পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচলে গতি ফিরবে না।

বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান বাংলানিউজকে জানান, লৌহজং চ্যানেলে সকাল থেকে ৯টি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলছে। নেভির পক্ষ থেকে আরেকটি নতুন ড্রেজার মেশিন যোগ হবে। বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ৭টি, নেভি থেকে ২টি ড্রেজার মেশিন পলি অপসারণ করছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply