টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীবাড়ী-ঢাকা সংযোগ সড়কের কুন্ডেরবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গত শনিবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বেতকা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি আলী হোসেন বাবু (৫০) এবং একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খানকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শাহ আলম খানের স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মূল ৩ আসামি উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত মানিক মোল্লার ৩ ছেলে নাছিম মোল্লা, সোহেল মোল্লা ও রাসেল মোল্লাসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
যুগান্তর
Leave a Reply