মা-মেয়ের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অসহায় মা ও মেয়ের সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভূমিদস্যুরা সম্পত্তি থেকে লক্ষ্মী রানী সরকার ও তার মা কনা রানী সরকারকে বেদখলসহ জীবননাশের হুমকি দিচ্ছে বলে পুলিশ ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামে আপন বড় ভাই জিতেন সরকার মারা যাওয়াতে আপন দুই ছোট ভাই বাদল সরকার ও শান্তি সরকার বড় ভাইয়ের সম্পত্তি ভাতিজি ও বৌদিকে না দিয়ে আত্মসাতের অপচেস্টা চালাচ্ছে।

একমাত্র কন্যাসন্তান লক্ষ্মী রানী সরকার ও স্ত্রী কনা রানী সরকারকে রেখে জিতেন সরকার মারা গেলে ওয়ারিশ সূত্রে ২৯ দশমিক ০৬ শতাংশের মালিক হন কন্যাসন্তান লক্ষ্মী রানী সরকার ও স্ত্রী কনা রানী সরকার। তাদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নেয় মৃত হরিপদ সরকারের দুই ছেলে বাদল সরকার ও শান্তি সরকার। সমুদয় সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে নিজের আপন বড় ভাই জিতেন সরকারের নাম বাদ দিয়ে পূর্বের স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুয়া ওয়ারিশের কাগজপত্র তৈরি করে স্থানীয় ইউপি তহশিলদারকে মোটা অংকের টাকা দিয়ে কৌশলে ওই সম্পত্তি তাদের নামে পত্তন করিয়ে নেয়। চার ভাইয়ের নামে নাম জারি করে নেয়।

যুগান্তর

Leave a Reply