মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাকে গলা কেটে হত্যার অভিযোগে রতন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সকালে রতনের ছোট ভাই স্বপন সদর থানায় মামলাটি করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন মামলার বরাত দিয়ে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ইদ্রাকপুর পুলিশ লাইন্সসংলগ্ন এলাকায় জাহানারা বেগমকে (৭০) গলা কেটে হত্যা করেন তাঁর বড় ছেলে রতন। এ সময় জাহানারাকে রক্ষা করতে গেলে বোন মনি আক্তারকেও (২৭) কুপিয়ে জখম করেন। মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় গতকাল রাতে রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে ওসি জানান, রতন নিয়মিত মাদক সেবন করতেন। গতকাল রাতে বাসায় এসে নেশা করার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা দাবি করেন তিনি। জাহানারা টাকা দিতে অস্বীকার করায় তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন রতন। এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। রতনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে।
এনটিভি
Leave a Reply