বিশ্ব শান্তি ও মানবতার নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিল
বিশ্ব শান্তি ও মানবতার নেত্রী, দেশরতœ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ শহরস্থিত কাচারী প্রাঙ্গনে এক আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত অনুস্থানে জেলা আওয়ামী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা পয্যায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগ আওতাধীন ছাত্রলীগ,যুবলীগ,মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি,জেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, যুবলীগ সভাপতি রাজিব উজ্জামান রাজিব , শ্রমিক লীগ সভাপতি এ.টি.এম দেলোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এড.সামছুন নাহার শিল্পি,সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজী সামছুল কবির, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মতিউল ইসলাম হিরু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক এড.সোহানা তাহমিনা, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, সহ সভাপতি নুরুল আলম চৌধূরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান আলোচনায় অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনায় যে সফলতা অর্জন করেছেন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যানে যে অবদান রেখে আসছেন,তার ফলশ্রুতি আজ সারাদেশবাসী যথাযথ মরযাদার সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করছে, আজ শেখ হাসিনা যে দূরদর্শিতার সাথে রহিঙ্গা সমস্যা শান্তিপূর্নভাবে সমাধানের লক্ষে কাজ করে যাচ্ছেন,অন্য কোন নেতা-নেত্রীর পক্ষে সম্ভব ছিল না,এতো দিনে মায়ারমার সাথে যুদ্ধ লেগে যেত,ঢাকা আর রেঙ্গুনে বোমা পড়তো আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতাম,দেশের উন্নয়ন থেমে যেত, যা পাকিস্তান চায়, তাই আমাদের সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো:মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্য আল্লার আর্শিবাদ,তিনি বেঁচে ছিলেন বলে দেশের এতো উন্নয়ন অগ্রগতি, বিদেশে বাংলাদেশের সম্মান ও মরযাদা বেড়েছে, আজকে আমাদের নেত্রী শেখ হাসিনার জন্মদিন,গতকাল আমেরিকাতে তার গলব্রাডারে সফল অপারেশন হয়েছে, আমরা তার সুস্থতা ও দীর্ঘজীবন কামনায় দোয়া করেছি। ১৯৭৫ এর ১৫ই আগষ্ট যারা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছিল সেই কু-চক্রিমহল বিভিন্নভাবে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার প্রচেষ্টা চালায়,আল্লাহর কৃপায় খুনীরা সফল হতে পারে নাই।তবে তাদের প্রচেষ্টা অব্যাহত আছে,তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার পাশে থাকতে হবে এই হোক জননেত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনের অঙ্গিকার।

প্রেস রিলিজ, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ

Leave a Reply