দূর্গাবাড়ি এলাকায় দেশীয় অস্ত্রসহ আটক ৫

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাত কুড়াল, চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন-লিমন (২৪), সীমান্ত (১৭), রুকশাৎ (১৯), ফারদ্দিন (১৬) ও ইমন (১৬)।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, সদরের দূর্গাবাড়ি এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় ওইসব অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply