মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেউটিয়া ইউনিয়নের ধাউটিয়া গ্রামের একটি চরে অভিযান চালিয়ে ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে চালানো এ অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল মোল্লা, অফিস সহকারী সেলিম ইসলাম প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ধাউটিয়া গ্রামে পদ্মা নদীর একটি চরে কয়েকজন জেলে ও ব্যবসায়ী মা ইলিশ বিক্রি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযানে যান তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে জেলে ও ব্যবসায়ীরা আগেই পালিয়ে যান। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ চারটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের বিচরণ ক্ষেত্রে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply