স্বপ্নে ঘেরা চোখ দুটো আমা হতে, দুরে সরে যেতে।
কোন অভিমানে, কোন টানে, কোনবা পথে নিতে?
আমায় ভয়ের গিরির চুড়ায়, নিস্তেজ করে ফিরায়।
প্রকৃতির কোনবা শাস্তির ডোরে বেঁধে ? দু:খের সাগরে তারায়।
আমি হতাশার নীল সাগরে ভেসে, সর্বত্র ফেঁসে।
কষ্ট চেপে বুকে , মুখে মুচকি হেসে হেসে, বেঁচে থাকার নেশায় ডুবন্ত বনানীতে এসে।
ভাগ্যের বিধাতাকে চিনবার চেষ্টা করি, বৃথা বার বার মরি।
তবুও বেঁচে ওঠি আত্মার গ্লানি মোছার আশায়, কবে কখনো সুখে ভাসায়, ভাগ্য বিধাতাকে ধরি।
আমি তাইতো করি, আপনার লয়ে, গিরির চুড়ায় বসে ভয়ে।
আপনার ঠাঁই নেই কোন আলোয়ে। আঁধারি অমানিশায় শূন্যতায় যায় ক্ষয়ে ক্ষয়ে।
কতো পথ, কোন রথ, চলবে বাকি ক’টা দিন?
ভাবি জানতে চেয়ে চেয়ে। কতো জনার কাছে হয়ে ঋন!
Leave a Reply