টোকিওতে দুর্গোৎসব উদযাপিত

রাহমান মনি: সৃষ্টির আদিকাল থেকে মানুষ অশুভ শক্তি পরাভূত করে শুভশক্তি প্রতিষ্ঠার সংগ্রাম করে চলেছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুর্গতিনাশিনী দেবী দুর্গা এ শুভ শক্তিরই প্রতীক। দেবী দুর্গা সকল দেবদেবীর সমন্বিত পরমাশক্তি। অসুর দলনে যিনি চণ্ডী, শরণাগতদের কাছে তিনিই আবার সাক্ষাৎ লক্ষ্মী-স্বরূপিণী, মঙ্গলদায়িনী জগন্ময়ী এক মাতা।

দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এ পূজা শুধু বাঙালি হিন্দুদের ভেতরই সীমাবদ্ধতা নেই। হিন্দু সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে দুর্গোৎসব আজ বাঙালি জাতির এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবকে ঘিরে সকলের মধ্যে গড়ে উঠে এক সৌহার্দ্য-প্রীতি ও মৈত্রীর বন্ধন। অতি সম্প্রতি তা নতুন মাত্রা পেয়েছে।

জাপানেও পালিত হয়েছে এ দুর্গোৎসব। প্রতিবছরই এই আয়োজনের পিছনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কাজ করে থাকে। এই জন্য গঠিত হয়েছে সার্বজনীন পূজা কমিটি জাপান। বাংলাদেশি হিন্দু সমাজই এর মূল উদ্যোক্তা।

সার্বজনীন পূজা কমিটি জাপানের এবারের আয়োজনটি ছিল ২২তম। এই ২২তম আয়োজন উপলক্ষে টোকিওর কিতা সিটি আকাবানে কিতা কুমিন সেন্টারকে সজ্জিত করা হয়েছিল অস্থায়ী পূজামণ্ডপে। ঢাক, ঢোল, কাঁসি, শঙ্খ, শানাইয়ের বাজনায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দূর থেকেও তা শোনা যায়।
১ অক্টোবর ২০১৭ রোববার অস্থায়ী এই পূজামণ্ডপে প্রবাসী বাংলাদেশিদের ঢল নেমেছিল। বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় জাপানিজ এবং পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালের হিন্দু সম্প্রদায়ের পূজারি, ভক্ত, সুহৃদ এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির প্রবাসী বাংলাদেশি মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোক পূজায় অংশ নিয়ে উৎসবে মেতে ওঠেন।

বেলা ১১টায় শঙ্খধ্বনির সঙ্গে উলুধ্বনি দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুর ১টায় অঞ্জলি দেয়ার পর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তা পরিপূর্ণতা পায়। মোট তিনবার সমবেতভাবে অঞ্জলি দেয়া হলেও অনেকে আবার দেরি করে আসার কারণে পারিবারিকভাবে, কেউ-বা ব্যক্তিগতভাবেও অঞ্জলি প্রদান করেন। ভোগ পর্বও সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে।

অপরাহ্ণ সাড়ে ৩টা থেকে শুরু হয় পূজাবিষয়ক ধর্মীয় আলোচনা পর্ব। এ পর্বে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে দূতাবাসের প্রতিনিধিত্ব করেন। তিনি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার বাণী (লিখিত বক্তব্য) পাঠ করে শোনান। বাণীতে রাষ্ট্রদূত আয়োজকদের ধন্যবাদসহ সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

তনুশ্রী গোলদার বিশ্বাসের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সার্বজনীন পূজা কমিটি জাপানের সভাপতি সুনীল চন্দ্র রায়। সহসভাপতি তাপস সাহা এবং সাধারণ সম্পাদক রতন বর্মণ।

পূজাবিষয়ক ধর্মীয় আলোচনা করেন সুখেন ব্রহ্ম (প্রতিষ্ঠাতা সভাপতি)।

ধর্মীয় ব্যাখ্যায় সুখেন ব্রহ্ম বলেন, সনাতন ধর্মের আদি অবলম্বন হচ্ছে ‘বেদ’। বেদ অনুসারে ভগবানের ওপর সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি ঈশ্বর এক ও অদ্বিতীয়। যাকে বিভিন্ন নামে ডাকা যায়।

তিনি বলেন, ধর্ম হচ্ছে শাশ্বত নীতি, ন্যায়নীতি ও সার্বিক সদাচারের সমাহার। হিন্দুধর্ম ভারতীয় উপমহাদেশের নদ-নদী, পাহাড়-পর্বত, মন ও মাটি থেকে স্বতঃউৎসারিত। রামায়ণ, মহাভারত ও পুরাণে এর বিশদ বর্ণনা আমরা পাই।

‘গীতা’ ও বেদান্তমুখী হিন্দু ধর্মগ্রন্থ। গীতা জীবন ও জগৎমুখী। এর নিষ্কাম কর্মযোগের তত্ত্ব আধুনিক হিন্দুধর্মের ভক্তিবাদের উৎস। গীতার আগে উপনিষদ বা বেদান্ত। যার মূল কথা হচ্ছে সর্বেশ্বরবাদ। বেদের সঙ্গে বেদান্তের সম্পর্ক আত্মার। শ্রীরামকৃষ্ণ ধর্মের ঊর্ধ্বে স্থান দিয়েছেন অন্তরের চৈতন্যকে। রামকৃষ্ণ বলেছেন, ‘যত মত তত পথের’ কথা। আর স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘উপলব্ধি’র কথা। তাদের সম্মিলিত উচ্চারণে ধর্মের মূল কথা হচ্ছে, ‘বিভেদ নয়- মিলন, মর্মভেদ থাকতে পারে, জাতিভেদ নয়।’ অর্থাৎ বৈচিত্র্যই মানব ধর্ম।

জাপানে একটি মন্দির প্রতিষ্ঠা নিয়ে সকলের সহযোগিতা কামনা করে সার্বজনীন পূজা কমিটি জাপানের উপদেষ্টা ড. কিশোর কান্তি বিশ্বাস বলেন, প্রতিবছর আমরা পূজার আয়োজন করতে গিয়ে বিভিন্ন বিড়ম্বনার শিকার হই। যার মধ্যে অন্যতম হচ্ছে হল পাওয়া। আমরা যদি একটি মন্দির প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। হলের ভিতর ৩০০-৪০০ লোকের স্থান দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা একমাসে সবাইকে বসতেও দিতে পারি না। আপনারা যদি অনুদানের পরিমাণটা আরেকটু সচেতনতার সঙ্গে করতেন তাহলে জাপানে একটি মন্দির প্রতিষ্ঠা তেমন কঠিন কিছু নয়। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি স্থানও দেখেছি। দরকার কেবল অর্থের।

আলোচনা পর্ব শেষ হলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক গানের আসর। ববিতা পোদ্দারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমেই ছোটদের পর্ব। ছোট ছোট ছেলেমেয়েরা শারদীয় সাজে শ্বেতশুভ্র পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন শ্লোক, গল্প, মন্ত্র পাঠ, আবৃত্তি, নাচ, গান, ছড়া এবং অভিনয় করে অতিথি দর্শকদের মাতিয়ে রাখে।
এরপর প্রবাসী অ্যামেচার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দূতাবাস কর্মকর্তার পতœীও শৌখিন শিল্পীদের সঙ্গে সংগীতে অংশ নেয়।

বরাবরের মতো এবারও স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পূজা উপলক্ষে ভক্তিমূলক গান এবং কীর্তন পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে শুরু হয় আরতি। আরতিতে ঢাকের শব্দে ধুনচি-ধুনট হাতে নৃত্যের তালে তালে বৌদিরা এবং প্রজন্ম একসঙ্গে নেচেগেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে।

সিঁদুর খেলায় মহিলাদের পাশাপাশি পুরুষদেরও রঙিন করা হয়। এরপর মিষ্টিমুখ ও আলিঙ্গনের মধ্য দিয়ে বিষাদের ছায়ায় দেবী দুর্গাকে প্রতীকী বিদায় জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশে দুর্গাপূজা ৫ দিন ধরে হলেও বিভিন্ন কারণে জাপানে একদিনে সমস্ত আচার পালন করার মাধ্যমে নিকটবর্তী রোববার দিন পালিত হয়ে থাকে।

সাপাহিক

Leave a Reply