মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন শাখা যুবলীগের চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের যুবলীগ কার্যালয়ে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. শিপন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাহিদ। এ ছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সোহাগ খান ও সাংগঠনিক সম্পাদক মো. মামুন গাজী।
জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান রাজিব, মুন্সীগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি বাদল রহমান ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবু কমিটির অনুমোদন দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালাল উদ্দিন রুমি।
এনটিভি
Leave a Reply