লৌহজং সরকারি কলেজের স্থানে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা

মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজের জমি দখল করে নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্মাণাধীন ভবন অপসারণে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। পাশাপাশি নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়েও জানতে চেয়েছেন আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন।

‘লৌহজং সরকারি কলেজের জমি দখল করে ভবন নির্মাণ-ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ’ শীর্ষক সংবাদ ১৫ অক্টোবর সমকালে প্রকাশিত হয়। ওই প্রতিবেদন দেখে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। তিনি সমকালকে বলেন, ভবন নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, শিক্ষা সচিব, ভূমি সচিব, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভবন নির্মাণকারী উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন

বেপারীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। কলেজের জমি দখলে নিয়ে ভবন নির্মাণকারী জাকির হোসেন বেপারীর বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারে জেলা প্রশাসক, লৌহজং থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারী অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

সমকাল

Leave a Reply