জসীম উদ্দীন দেওয়ান : ২০১৮ সালেরে মাঝামাঝিতে উৎপাদনের লক্ষমাত্রা মাথায় রেখে মুন্সীগঞ্জের গজারিয়ার আব্দুল মোমিন অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ হোন্ডা মোটর সাইকেল উৎপাদন কারখানার ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়। রোববার বিকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২৫ একর জায়গার উপর নির্মিত হতে যাওয়া এই কারখানার ভিত্তি প্রন্তুর স্থাপন করেন।
বছরে সাতটি মডেলে এক লাখ ইউনিট মোটর সাইকেল নির্মানে আপাতত ২৪০ জন লোকের কর্মসংস্থান হবে বলে জানার কর্তৃপক্ষ। ৬১০ মিলিয়ন টাকার মূলধন বিনিয়োগে চালু কর হচ্ছে এই প্রতিষ্ঠান। যার ৭০ শতাংশ হোন্ডা মোটর কোম্পানী লিমিটেড ও ৩০ শতাংশ বাংলাদেশ ষ্টিল ইঞ্জনিয়ারিং বিনিয়োগ করবেন।
ভিত্তি প্রস্তুর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আমির হোসেন আমু বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে জিডিবিতে আড়াই শতাংশ অবদান রাখবে। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জাপানের অর্থনৈতিক দ্বি পাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে আর জাপানের অন্যান্য কোম্পানীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে।
Leave a Reply