সিরাজদীখানে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (নারী মেম্বার) মেহের নিগার প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

চান্দ্রেরচর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মনু মিয়ার মেয়ে প্রতিবন্ধী নাজমা বেগম, ফয়জল হকের ছেলে প্রতিবন্ধী মো. নাদিম এবং ওই ওয়ার্ডের খাসকান্দি গ্রামের হানিফের মেয়ে প্রতিবন্ধী ফুলবানু সম্প্রতি বালুচর শাখা সোনালী ব্যাংক থেকে মহিলা মেম্বার মেহের নিগারকে সঙ্গে নিয়ে প্রত্যেকে সাত হাজার ২০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা উত্তোলন করেন। সেখান থেকে মেহের নিগার মেম্বার বিভিন্ন খরচ দেখিয়ে প্রতিবন্ধী নাজমার কাছ থেকে চার হাজার ২০০ টাকা, মো. নাদিমের কাছ থেকে তিন হাজার ২০০ টাকা এবং ফুলবানুর কাছ থেকে তিন হাজার ২০০ টাকা উৎকোচ নেন।

এদিকে অভিযুক্ত মেহের নিগার মেম্বার বলেন, ‘আমি তাদের কাছ থেকে কোনো টাকা নিইনি।

শুধু প্রতিবন্ধী নাজমাকে টাকা ধার দিয়েছিলাম বলে সেই টাকা নিয়েছি।’

সমকাল

Leave a Reply