মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মহিলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ০২ টায় উপজেলা পরিষদে এ কমিটি গঠন করা হয়। জেলা মহিলা যুবলীগের আহবায়ক মোরশেদা বেগম লীপের সভাপতিত্বে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে হেলানা ইয়াসমীন, ১ নং যুগ্ন আহবায়ক হিসাবে তাসলিমা, সহ যুগ্ন আহবায়ক হিসেবে সিমসিহা মীমকে ঘোষনা করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনকালে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান, মহিউদ্দিন আহাম্মেদ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শারমিন আলম আরজু, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা যুবলীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আফরোজা মোর্শেদ গাজী লিপি, কেন্দ্রিয় মহিলা যুবলীগের সদস্য ফেরদৌস খানম রোজি, মহিলা যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য মোর্শেদা খানম প্রমুখ।
বাংলাদেশ কেন্দ্রিয় মহিলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শারমিন আলম আরজুর তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু অকিল এর দিক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষ্যে সারা বাংলাদেশেল ন্যায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হলো আজ। আপনারা আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে দেশকে এগিয়ে নেওয়া জন্য আহবান জানান।
ক্রাইম ভিশন
Leave a Reply