লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার লৌহজং থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন। লৌহজং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার জানান, থানা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আব্দুল হামিদের অনেক বয়স হয়েছে।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। চলাফেরা করতে তাঁর বেশ কষ্ট হচ্ছে। তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন। দেশের বাইরে তাঁর দুই মেয়ে পরিবার নিয়ে বসবাস করছেন। সেখানে মেয়েদের কাছে থেকে নিজের চিকিৎসা করাবেন। তাই তিনি বর্তমান সহসভাপতি ও লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন।
কালের কন্ঠ
Leave a Reply