মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে সাড়ে ৩ বছরেরে শিশু আনাছদীন ওরফে মাহিমকে অপহরণ করা হয়। আজ শনিবার সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মন্মথ বৈরাগীর ঘর থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও অপহৃত মাহিমের মা জেয়াসমীন বেগম জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের মহিউদ্দিন হাওলাদারের বাড়িতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম গ্রামের জগদ্বীস বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস দীর্ঘদিন কাঠ মিস্ত্রীর কাজ করতো। এই সুযোগে শুক্রবার দুপুরে মহিউদ্দিনের ৩ বছরের ছেলে আনাছদীন ওরফে মাহিমরে সখ্যতা গড়ে তোলে এবং সুযোগ বুঝে খেলনার লোভ দেখিয়ে মাহিমকে অপহরণ করে মুকসুপুরের কলিগ্রামে তার (জয়ন্ত) এক আত্মীয় নারী মেম্বর সেবাদাসীর বাড়ির মন্মথ বৈরাগীর ঘরে রেখে পালিয়ে যায়।
এসআই সালাম জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ শনিবার সকালে ওই বাড়ি থেকে মাহিমকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।
ইত্তেফাক/
Leave a Reply